জার্মানিতে অ্যাপলের বিরুদ্ধে মামলা
আইফোনের নতুন গোপনীয়তা সেটিংসের বিষয়টি বাজার অপব্যবহারের প্রতিনিধিত্ব করছে এবং প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে এমন অভিযোগে জার্মানিতে অ্যাপলের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশটির গণমাধ্যম, ইন্টারনেট ও বিজ্ঞাপন শিল্প এই মামলা করেছে। খবর রয়টার্স।
জার্মানির মূল সংবাদপত্র প্রকাশনা লবি গ্রুপ এবং বিজ্ঞাপন ফেডারেশন দেশটির ফেডারেল কার্টেল অফিসে এই মামলা করেছেন। তারা এক যৌথ বিবৃতিতে বলেছেন, অ্যাপল নতুন সেটিংসের মাধ্যমে নিজেদের ইকোসিস্টেম থেকে অন্যসকল প্রতিযোগীর বাণিজ্য সংশ্লিষ্ট ডেটা নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে এই খাতে অ্যাপল একক আধিপত্য বিস্তার করতে চায়।
অপরদিকে অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীদের ডেটার মালিক তারাই। কাদের ও কার সঙ্গে তারা ডেটা শেয়ার করবেন সেটা তাদেরই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। মানবাধিকার ও ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা আইন মেনে অ্যাপল নতুন এই পদক্ষেপ নিয়েছে। তারা অভিযোগকারীদের সকল অভিযোগ নাকচ করে দিয়েছেন।
অ্যাপল আরও জানিয়েছে, আইওএস ১৪ ব্যবহারকারীরা কোন অ্যাপকে ট্র্যাক করার অনুমতি দেবেন কিংবা তৃতীয় পক্ষে সাথে ডেটা শেয়ার করবেন কিনা সেটির নিয়ন্ত্রণ ব্যবহারকারীদেরকেই দেয়া হয়েছে।
জার্মানির ফেডারেল কার্টেল অফিস বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি